শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ অফিস বিরোধপূর্ণ জমিতে

সাতক্ষীরা প্রতিনিধি

আওয়ামী লীগ অফিস বিরোধপূর্ণ জমিতে

সাতক্ষীরায় জমি ফেরত পেতে কাফনের কাপড় পরে অনশন -বাংলাদেশ প্রতিদিন

সাতক্ষীরায় বিরোধপূর্ণ জমিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাইনবোর্ড তুলে অফিস ও ঘর নির্মাণ করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। জমির দখল ফিরে পেতে কাফনের কাপড় জড়িয়ে টানা তিন দিন ধরে অনশন করছে পাঁচ পরিবার। ঘটনাটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের। এ ঘটনায় উভয় পক্ষ সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে একে অন্যকে দুষছে। দখল-পাল্টা দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে-কোনো সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। ইউপি সদস্য মামুন ইকবাল শহিদুল সেখানে ঘর নির্মাণ করছেন। প্রকৃত মালিকরা জমি ফিরে পেতে কাফনের কাপড় পরে অনশন করছেন। তিনি উভয় পক্ষকে ত্যাগস্বীকার করে বিষয়টি মীমাংসা করে নেওয়ার জন্য বলেছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। আদালত যাকে রায় দেবেন তিনিই জমি পাবেন। আইনশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে তিনি শান্ত হতে বলেছেন।

সর্বশেষ খবর