রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

মহাসড়কে অবৈধ যান চলছেই

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর এ এক্সপ্রেসওয়ে দিয়ে সাবলিল গতিতে চলাচল করছে গাড়ি। কিন্তু চালকরা এক্সপ্রেসওয়ে পার হয়ে মহাসড়কে এসেই গাড়ির আগের গতি হারিয়ে ফেলছেন। একেতো ভাঙ্গা থেকে বরিশাল ও ভাঙ্গা থেকে ফরিদপুর মহাসড়ক দুই লেনবিশিষ্ট। এরপর মহাসড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য রয়েছে। বন্ধ হচ্ছে না মহাসড়কে অটো, ভ্যান, অবৈধ নসিমন ও মাহেন্দ্র চলাচল। কয়েকজন বাস চালক বলেন, অতি দ্রুত মহাসড়ক চারলেন করতে হবে। পাশাপাশি মহাসড়ক অবৈধ যানমুক্ত করতে হবে। তা না হলে আমরা এক্সপ্রেসওয়ের সুবিধা পুরোপুরি ভোগ করতে পারব না। ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোবহান মুন্সী বলেন, আমরা বার বার দাবি করে আসছি মহাসড়কে অবৈধ যান চলতে না দেওয়ার জন্য। তারপরও চলছে। অবৈধ যানবাহনের কারণে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। পাশাপাশি গাড়ি স্বাভাবিক গতিতে চালানো যায় না।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা মহাসড়ক অবৈধ যানবাহন মুক্ত করার চেষ্টা করছি। এখনো পুরোপুরি সফল হতে পারিনি।     

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর