রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

কদর বেড়েছে মাছ ধরার উপকরণের

নীলফামারী প্রতিনিধি

কদর বেড়েছে মাছ ধরার উপকরণের

নীলফামারীতে বাজারে বিক্রির জন্য আনা মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম -বাংলাদেশ প্রতিদিন

ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে নানা ঋতুতে প্রকৃতিতে দেখা যায় নানান সাজ। প্রতিটি ঋতুই নিজ নিজ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ঠিক তেমনি বর্ষায় নীলফামারীর গ্রামীণ জনপদ অপরূপ চিত্রে ফুটে ওঠে। এর মধ্যে মাছ ধরার দৃশ্য অন্যতম। বর্ষা মৌসুম শুরু হলেই গ্রামীণ জনপদে মাছ ধরার ধূম পড়ে। নতুন পানির সঙ্গে আসে নানা প্রজাতির মাছ। এ সময় মাছ ধরার ব্যস্ততাও বেড়ে যায় স্থানীয়দের। ফলে কদর বাড়ে মাছ ধরার নানা  উপকরণের। নিপুণ হাতের কারিগরদের বাঁশ দিয়ে তৈরি টেপাই, দারকি, জলঙ্গা, খলাই, পলাই ইত্যাদি তৈরিতে ব্যস্ত থাকেন কারিগররা। হাটে মাছ ধরার উপকরণ বিক্রি করতে আসা ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের হামিদার রহমান বলেন, পরিবারের সবাই মিলে এক সপ্তাহ ধরে টেপাই, দারকি, জলঙ্গা, পলাইসহ অন্য সামগ্রী তৈরি করে মজুদ করি। এরপর শনি ও বুধবার  সাপ্তাহিক স্থানীয় হাটে এগুলো বিক্রি করা হয়। একটি বাঁশ দিয়ে তিনটি টেপাই তৈরি করা যায়। প্রতিটি বাঁশের দাম ২০০ টাকা। আকার ভেদে একেকটি টেপাই বিক্রি হয় ৩৫০-৪০০ টাকায়।

সর্বশেষ খবর