রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

টেন্ডার ছাড়াই ইউনিয়ন পরিষদের গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিনা টেন্ডারে গান্না ইউনিয়ন পরিষদের ছয়টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেছেন ইউনিয়নবাসী। জানা যায়, ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি ও পিছন থেকে পাঁচটি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। গাছগুলো সরিয়ে নেওয়ার পরই গর্ত মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। কারণ চেয়ারম্যান বা চেয়ারম্যানের লোকজন যদি জানতে পারেন এ বিষয়টি আমরা জানিয়ে দিয়েছি তাহলে মারধর তো করবেই। গ্রামে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। চেয়ারম্যান আতিকুর রহমান মাসুম জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে যে গাছটি কেটে নেওয়া হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে।

ইউএনও এস এম শাহীন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা জানান, ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে।

সর্বশেষ খবর