সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুর্ভোগে ঝিনাইদহ পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ পৌরসভা। মানের ক্ষেত্রে প্রথম শ্রেণির। কিন্তু পৌরসভার অনেক এলাকার নাগরিক সুবিধা এখনো তৃতীয় শ্রেণির পৌরসভার সমতুল্য। ভাঙাচোরা সড়ক আর বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে পৌরসভার বাসিন্দাদের। দ্রুত সড়ক সংস্কার আর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করার দাবি পৌরবাসীর। আর সংশ্লিষ্টরা আশ্বাস দিচ্ছেন সমস্যা সমাধানের। সরেজমিন গিয়ে জানা যায়, সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রাম। প্রায় ১৫ বছর আগে সর্বশেষ সংস্কার করা হয় এ সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির পুরো এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ব্যস্ততম এ সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে পৌরবাসী। একইভাবে পৌরসভার আদর্শপাড়া, পবহাটি, কাঞ্চনপুর, কাঞ্চননগর, হামদহ, আরাপপুর এলাকার অধিকাংশ সড়কের বেহলা দশা। দীর্ঘদিন মেরামত না করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। এমনকি রাস্তা কিংবা বাড়ির পাশেও নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

পৌরসভার সব ধরনের কর দিলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী, তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। পৌরসভার সব সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন সদর পৌরসভার  প্রশাসক ইয়ারুল ইসলাম। তিনি জানান, এগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। উল্লেখ, ৩২ দশমিক ৪২ কিলোমিটার আয়োতনে ঝিনাইদহ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। এ পৌরসভায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস।

সর্বশেষ খবর