মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটুপানি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরে কয়েক দিনের দাবদাহের পর বৃষ্টি হলেও তা ছিল যৎসামান্য। গতকাল দুপুরের সামান্য ওই বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জমেছে হাঁটুপানি। ড্রেনের পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে চারপাশে দুর্গন্ধ ছড়িয়েছে। এদিকে শহরের বিভিন্ন এলাকায় সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতে শহরের কাজী নজরুল সরণি, বটতলা, জেলা সদর অফিসপাড়া, সাবালিয়া, রেজিস্ট্রিপাড়া, পশ্চিম আকুরটাকুরপাড়া, পাঁচআনি-ছয়আনি বাজার সড়ক, বিশ্বাস বেতকা, আদালতপাড়া, আদি টাঙ্গাইল, বেড়াবুচনা, বেবিস্ট্যান্ড-বটতলা সড়কসহ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাদের অভিযোগ, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনের পচা পানির সঙ্গে বৃষ্টির পানি একাকার হয়ে দুর্গন্ধ ছড়ায়। কখনো কখনো ডায়রিয়াসহ পানিবাহিত রোগের সংক্রমণ বেড়ে যায়। খানাখন্দ থাকায় সড়কে পানি জমে দুর্ঘটনা ঘটে।

শহরবাসী এ সমস্যা থেকে পরিত্রাণ চান। জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল জানান, বৃষ্টির পর শহরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সড়কের খানাখন্দে পানি জমায় দুর্ঘটনা ঘটে। এ যন্ত্রণা থেকে রেহাই পেতে পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। টাঙ্গাইল পৌর সভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, শহরের বেশ কয়েকটি সড়ক ও ড্রেনের কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে। আধুনিক ড্রেন নির্মাণ করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি সচল করা হবে। তখন পৌরবাসীর দুর্ভোগ থাকবে না।

সর্বশেষ খবর