মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

২৬ বছর পর হত্যা মামলার রায়, সব আসামি খালাস

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল্লাহ চৌধুরী হত্যা মামলায় দীর্ঘ ২৬ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। মামলার সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা গতকাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সালেহ আহমদ ও অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিকী বলেন, রায়ে তারা অসন্তুষ্ট। দুজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি ও ১২ জনের সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ার পরও আসামিরা খালাস পাওয়ায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও সুফি মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন।

 বলেন, এই আদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ৪ জানুয়ারি সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের দক্ষিণ দিকে খোয়াই নদীতে ভাসমান অবস্থায় শতমুখা গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। এর তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন তিনি। লাশ উদ্ধারের দিনই আবদুল্লাহর স্ত্রী সাহিনা চৌধুরী অজ্ঞাত আসামি করে বানিয়াচং থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৮ সালের ১৫ জুন সাবেক ইউপি চেয়ারম্যান এনাম খান ফরিদ, আবদাল মিয়া ও আলকাছ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বশেষ খবর