মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

৯৯৯ ফোন কলে ফায়ার সার্ভিস এসে নেভাল আগুন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে গোসাইরহাটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর হলইপট্টি গ্রামে রবিবার রাত ৩টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। সূত্র জানায়, গভীর রাতে উত্তর হলইপট্টি গ্রামের মোতালেব, দিলু ও সোহাগের বসতবাড়িতে আগুন ধরে যায়। গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি ঘর পুড়ে যায়। গোসাইরহাট ফায়ার স্টেশনের ইনচার্জ সেলিম মিয়া বলেন, রাত ৩টার সময় ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

নাগেরপাড়া ইউনিয়নে হলইপট্টি গ্রামের বেপারী বাড়িতে আগুন লেগেছে। কর্মীরা পৌঁছার আগেই পাঁচটি ঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎস বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

সর্বশেষ খবর