মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সেই দাসিয়ারছড়া এখন

কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের সাত বছর পূর্তি পালিত হতে যাচ্ছে। গতকাল রবিবার রাত ১২টায় এ বর্ষপূর্তি পালনে প্রস্তুতি নেওয়া হয়। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুুক্তি পেয়ে প্রথম নাগরিক পরিচয় পান সাবেক ছিটমহলের বাসিন্দারা। আর তারা নতুন করে যুক্ত হন স্ব স্ব দেশের মূল ভূখন্ডে। বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া। এখানকার মানুষ জানান, ছিট বিনিময়ের সাত বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডের ফলে দাসিয়ারছড়ায় ব্যাপক পরিবর্র্তন এসেছে। ফলে বদলে গেছে ছিটমহল দাসিয়ারছড়ার মানুষের জীবনমান। ২০১৫ সালের ৩১ জুলাই ছিল সাবেক ছিটমহলবাসীদের জন্য একটি মুক্তির মাহেন্দ্রক্ষণ। বিশ্বের ইতিহাসে এই দিনে রক্তপাতহীনভাবে ৫৫ হাজার মানুষ পান রাষ্ট্রীয় অধিকার। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ১১১ ছিটমহল বাংলাদেশে এবং ৫১ ছিটমহল একীভূত হয় ভারতের সঙ্গে। ফলে মুজিব-ইন্দিরা ছিটমহল বিনিময় চুক্তির সমাপ্তি ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর