মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিতে ডুবে গেছে স্কুল শিক্ষা কার্যক্রম ব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এক দিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে জেলার গোমস্তাপুর উপজেলার হুজরাপুর মডেল একাডেমি। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শ্রেণিকক্ষে রয়েছে হাঁটুপানি বিরাজ করছে। এ ছাড়া বিদ্যালয়ের পার্শ্ববর্তী পাঁচটি বাড়িতে পানি উঠে যাওয়ায় ওই সব পরিবার পড়েছে দুর্ভোগে। জানা যায়, গত রবিবার বৃষ্টি হয় রহনপুর পৌর এলাকায়। এতে হুজরাপুর মহল্লার পাঁচ বাড়ি ও হুজরাপুর মডেল একাডেমি প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পাশে নিচু জায়গাটি স্থানীয় কয়েকজন কিনে মাটি ভরাট করেছেন। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পানি নিষ্কাশনের জায়গা দেওয়ার জন্য বললেও সমস্যা সমাধান হয়নি। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, পাশের জমি উঁচু করে ফেলায় পানি বের হতে না পেরে স্কুলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি লিখিতভাবে ইউএনও, পৌর মেয়র ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর