বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এক ট্রলারেই ৭৫ মণ ইলিশ

পাথরঘাটা প্রতিনিধি

৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চলছে ইলিশের ভরা মৌসুম। যখন এ ভরা  মৌসুমেও দেখা মিলছে না জেলেদের জালে কাক্সিক্ষত ইলিশ, যেখানে অন্য সব জেলে খালি হাতে ফিরে আসেন ঠিক এমন সময় পাথরঘাটার একটি ট্রলারে ৭৫ মণ ইলিশ ধরা পড়েছে আর তা বিক্রি হয়েছে ১৮ লাখ টাকায়। পাথরঘাটা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফওয়ান নামের ট্রলারে জালে উঠে এসেছে ৭৫ মণ ইলিশ। গত সোমবার গভীর সমুদ্র থেকে মাঝি মহসিন মিয়া পাথরঘাটা বিএফডিসি ঘাটে ফিরে আসেন ট্রলারটি নিয়ে। এ ট্রলারের জেলেদের মধ্যে যেমন হাসি ফুটেছে অন্যদিকে সাগরে মাছ শূন্য অধিকাংশ জেলেদের মধ্যে মাছ না পেয়ে হতাশা বিরাজ করছে। উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, বর্তমান সময়ে ইলিশের ভরা মৌসুমেও যখন জেলেদের জালে মিলছে না ইলিশের দেখা সে সময়ই জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর