বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভূমিহীনমুক্ত জেলা করতে প্রশাসনের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহমুদুল ইসলাম বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ফলে দেশের অন্যান্য জেলার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৪১ জনের ০.০২ শতাংশ করে সরকারি খাস জমির বন্দোবস্ত প্রদান করা হয়েছে। এ ছাড়া কবুলিয়ত দলিল ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।

সর্বশেষ খবর