বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মরিচের কেজি ২০০ টাকা

দিনাজপুর প্রতিনিধি

কিছুদিন ধরে কমার দিকে থাকার পরেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। দিনাজপুরের হিলি বাজারে দুদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। হিলি ছাড়াও দিনাজপুর শহরের বিভিন্ন বাজারেও দুদিনের ব্যবধানে বেড়ে খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা। বাজারে সরবরাহ কম এবং উৎপাদন নষ্ট হওয়ার কারণে দাম বেড়েছে দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সঙ্গে এ কাঁচা মরিচের দাম বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। শহরের বাজারে দেখা গেছে প্রায় সব দোকানেই কমবেশি কাঁচা মরিচের সরবরাহ রয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি। বেশি বেড়েছে খুচরা বাজারে। তিন দিন আগেও যে মরিচ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, মঙ্গলবার তা দিনাজপুরের উপশহরসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  ক্রেতা আমিনুল ইসলাম বলেন, তিন দিন আগেও বাজারে কাঁচা মরিচ কিনলাম ১৫০ টাকা কেজি দরে। এখন এক কেজি মরিচের দাম বলছে ২০০ টাকা। বাজারে কাঁচা মরিচ কিনতে আসা তাজউল জানায়, প্রতিদিন বাজারে কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর