বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হাসপাতাল থেকে ওষুধ চুরির ভিডিও ভাইরাল

নরসিংদী প্রতিনিধি

হাসপাতাল থেকে ওষুধ চুরির ভিডিও ভাইরাল

নরসিংদী সদর হাসপাতালের প্রধান গেটের সামনে দুই যুবক ওষুধ চুরি করে দুটি বস্তায় ভরছে। এরপর হাসপাতালের কিছু লোক এসে সব ওষুধ তাদের অফিসের ভিতর নিয়ে যান। এমন একটি ভিডিও গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। সাধারণ রোগীদের ওষুধ কীভাবে বাইরে এলো, এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। হাসপাতালের আবাসিক কর্মকর্তার (আরএমও) সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। ঘটনার সত্যতা স্বীকার করে সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম জানান, ধারণা করছি ঘটনার সঙ্গে হাসপাতালের ফার্মেসির স্টাফ জড়িত। পুরো বিষয়টি স্বাস্থ্য অধিদফতরে জানিয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি সূত্র জানায়, প্রায়ই নরসিংদী সদর হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ ওষুধ স্টাফদের সহযোগিতায় বাইরে বিক্রি করা হয়। ফলে বিনামূল্যের ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র ও অসহায় মানুষ। সালিশে মারধরের দৃশ্য ভিডিও করায় লাঠিপেটা : গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে মুরগি চুরির অভিযোগে সালিশে এক যুবককে মারধর করা হয়। এর দৃশ্য ধারণ করায় আরেক যুবককে বেধড়ক লাঠিপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি সিটপাড়া এলাকায় গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত ইউপি সদস্য জানান, মারধরের অভিযোগ সত্য নয়। তবে শুক্রবার আমি একটা চোরের বিচার করছিলাম। চুরির অভিযোগে তাকে শাস্তি দিয়েছি। পুলিশ জানায়, এমন কোনো ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর