বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সারের দাম বেশি রাখায় আট প্রতিষ্ঠানকে জরিমানা

অনুমোদনহীন ওষুধ ধ্বংস

প্রতিদিন ডেস্ক

রংপুরে অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধ কারখানায় গতকাল অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সারের মূল্য বেশি রাখায় তিন জেলায় ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রংপুর : নগরীর রবার্টসনগঞ্জের এসআর ল্যাবরেটরিজে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় ওই প্রতিষ্ঠানে উৎপাদিত বাসক, তুলশি, দিনার, বেবিপেপ, জাইম, বিকোরেক্স, এনাফেরন নামের ওষুধ জব্দসহ ধ্বংস করা হয়। প্রতিষ্ঠান মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জয়পুরহাট : সারের দাম বেশি নেওয়ায় আক্কেলপুর  উপজেলার পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় অধিক মূল্যে সার বিক্রি করায় বিসিআইসির দুই পরিবেশককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো- বেলগাছি ইউনিয়নের নূর মোহাম্মদ ট্রেডার্স এবং কুমারীর জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্স। হিলি (দিনাজপুর) : হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্যের মূল ভাউচার সংরক্ষণ না করায় তিন সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় হাকিমপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম অভিযান চালান।

সর্বশেষ খবর