বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সুলতানা কামাল স্মরণে বাইসাইকেল যাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ক্রীড়াবিদ শহীদ সুলতানা কামাল স্মরণে তেঁতুলিয়ার জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত বাইসাইকেল যাত্রা শুরু হয়েছে। পঞ্চগড়ের সাইক্লিস্ট সিয়ান ও আবিদ এই যাত্রায় অংশ নিয়েছেন।

জেলা আওয়ামী লীগ সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা ১৫ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। তৃতীয় দিনে শুরু হয় সাইকেল যাত্রা। গতকাল সকালে সাইকেল যাত্রা উদ্বোধন করেন তিনি।

নাঈমুজ্জামান মুক্তা বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল বাংলাদেশের ক্রীড়া জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৮ সালে পাকিস্তান অলিম্পিকে হার্ডলসে সোনা জয় করেন তিনি। ১৯৭০ সালে লাহোরে নিজের রেকর্ড নিজে ভেঙে নতুন রেকর্ড করে সোনা জেতেন। তিনি আরও বলেন, পঞ্চগড়ে ১৫ আগস্ট শহীদদের একেকজনকে একেক দিন স্মরণ করে দিবস পালন করছি। আজ সুলতানা কামালকে স্মরণ করে তেঁতুলিয়া-টেকনাফ সাইকেল যাত্রা শুরু হলো।

সর্বশেষ খবর