বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা শাখা শহরে বিক্ষোভ বের করে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মঙ্গলবার সন্ধ্যায় সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দারিয়াপুর বন্দরের চার মাথায় মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং সাম্যবাদী আন্দোলন মিছিল শেষে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, পারুল বেগম, শামিম আরা মিনা প্রমুখ। বক্তারা ইউরিয়ার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এছাড়া ঘন ঘন লোডশেডিং বন্ধ করে কৃষিতে সেচ সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও দাবি জানান তারা।

সর্বশেষ খবর