শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দারিদ্র্য জয় করে রাবির ভর্তি পরীক্ষায় সি ইউনিটে প্রথম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিটুল আলী। গত মঙ্গলবার ফল প্রকাশ হয়। এতে দরিদ্র কৃষক আবদুল করিমের ছেলে মিটুল ‘সি’ ইউনিটে ৯২.৭৫ স্কোর পেয়ে প্রথম হয়েছেন। মিটুল আলী বলেন, প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে পড়ালেখা করেছি। অনেক ইচ্ছা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার। এই ইচ্ছা পূরণ হতে চলেছে। আবদুল করিম বলেন, ছেলেটা ছোটবেলা থেকেই খুব মেধাবী। তাকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি। আমার চার ছেলে ও এক মেয়ের মধ্যে মিটুল তৃতীয়। তিনি বলেন, আমি মূর্খ মানুষ। অন্য সন্তানদের তেমন লেখাপড়া করাতে পারিনি। এখন শুধু স্বপ্ন দেখি মিটুল বড় হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে।

সর্বশেষ খবর