শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

যুবলীগ নেতা হত্যায় বিএনপির ১১ নেতা-কর্মীর যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দা উপজেলার তারাটি গ্রামের নাজিরুল হক তালুকদার, হুমায়ুন, শান্ত, বিল্লাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন ও কামাল। তারা সবাই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। ২০১১ সালের ১৫ জুন রাতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারাটি গ্রামে আসামিরা রিয়াজ উদ্দিন দুলালের পথরোধ করে কুপিয়ে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান তিনি। কুষ্টিয়ায় একজনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ৩ : কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলায় মাসুদ রানা নামে এক ইজিবাইক চালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদন্ড পাওয়া আসামি রকিবুল ইসলাম রাকিব কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি কলোনিপাড়ার রবিউল ইসলামের ছেলে। যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে একই এলাকার ইউনুস আলীর ছেলে শামীম, মিজানুর রহমানের ছেলে তন্ময় ও টালিপাড়া এলাকার কুটি মিয়ার ছেলে শিপলুকে।

সর্বশেষ খবর