শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাস্তা সংস্কারে অনিয়ম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাস্তা সংস্কারে অনিয়ম

বালু ছাড়াই বসানো হয়েছে নিম্নমানের ইট

চাঁপাইনবাবগঞ্জের নাচোল গ্রামীণ রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। জানা যায়, নাচোল ইউনিয়নের বাগড়া মোড় থেকে খেওয়াপাড়া ভায়া বিশালপুর জিপিএস সড়কে এক কিলোমিটার রাস্তা ৪৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে গত ১২ মে সংস্কারের কাজ পান রহনপুরের ঠিকাদার অহিদুজ্জামান। তার কাছে থেকে ওই কাজ কিনে নেন আজিম ও কামরুল নামে দুই ব্যক্তি। প্রায় এক কিলোমিটার রাস্তা বালু ছাড়াই ১০ দিনের মধ্যে ২ নম্বর ইট দিয়ে হেরিংবন্ডের কাজ যেনতেনভাবে সম্পন্ন করা হয়। কাজের মান না দেখেই ওই রাস্তা সংস্কারের বিল প্রদান করেছে নাচোল উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। বিশালপুর খেয়াপাড়া এলাকার সাইদুর রহমান জানান, ওই কাঁচা রাস্তাটি সংস্কারে বরাদ্দের জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ করেন। তিনি সংস্কার কাজ উদ্বোধন করেন। ঠিকাদার রাস্তায় বালু ছাড়াই নিম্নমানের ইট দিয়ে কাজ শেষ করেন। এমনকি রাস্তার দুই পাশে কোনো মাটিও ফেলা হয়নি। বর্তমানে রাস্তার ইট এমনিতেই উঠে যাচ্ছে। তদন্ত করে সঠিকভাবে রাস্তা সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি। বিশালপুর খেয়াপাড়া এলাকার আমির হোসেন অভিযোগ করেন, এ রাস্তা সংস্কার কাজে বালু ব্যবহার না করায় ইট উঠে যাচ্ছে। সংস্কারের নামে অর্থ লুটপাট করা হয়েছে বলে জানান তিনি। ঠিকাদার আজিম বলেন, সঠিকভাবেই রাস্তা সংস্কার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম বলেন, রাস্তাটি পরিদর্শনে গিয়েছিলাম, কিছু অনিয়ম রয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই রাস্তা সঠিকভাবে সংস্কার করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর