শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিনা টিকিটে স্টেশনে প্রবেশ নিয়ে মারামারি, আহত ৩

বিচার দাবিতে ট্রেনের গতিরোধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর রেলস্টেশনে টিকিট ছাড়া প্রবেশ করা নিয়ে মারামারি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ পারভেজ, টিকিট কালেক্টর রিপন মিয়া ও পোর্টারম্যান নাহিদ হাসান। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মাথায় আঘাত পেয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসুদ পারভেজ। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে পঞ্চগড় থেকে আসা পার্বতীপুরগামী কাঞ্চন এক্সপ্রেস এবং শান্তাহার থেকে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস দিনাজপুর প্ল্যাটফরমে দাঁড়ানো ছিল। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শাহ-নেওয়াজ প্ল্যাটফরমে প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলের কর্মকর্তা-কর্মচারীরা তার কাছে টিকিট দেখতে চান। টিকিট না দেখিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শাহ-নেওয়াজ। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাকে স্টেশনের এক রুমে আটকে রাখেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুরের অন্য কর্মচারীরা এসে তাদের উপ-পরিচালককে জোর করে ছাড়িয়ে নিতে চাইলে ধস্তাধস্তি ও দুই পক্ষে মারামারির ঘটনা ঘটে। দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভুইয়া বলেন, স্টেশনে মারামারি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার বিচার দাবিতে এক ঘণ্টা পঞ্চগড় এক্সপ্রেসের গতিরোধ করা হয়।

 

সর্বশেষ খবর