শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

২৭৩৫ হেক্টর বন রক্ষায় ১৮ জন প্রহরী

১৭ অস্ত্রের মধ্যে ১০টি অচল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২৭৩৫ হেক্টর বন রক্ষায় ১৮ জন প্রহরী

মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের অধীনে রয়েছে ২ হাজার ৭৩৫ হেক্টর বনভূমি। জীববৈচিত্র্যে ভরপুর এ বনে আছে দুর্লভ প্রাণী ও বিরল প্রজাতির গাছপালা। মূল্যবান গাছ, বন্যপ্রাণী ও বনভূমি রক্ষায় রয়েছেন মাত্র ১৮ জন বনরক্ষী। তাদের নেই পর্যাপ্ত অস্ত্র। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে চলে নিরাপত্তার কাজ। প্রায়ই বনদস্যুদের হামলার শিকার হচ্ছেন বনকর্মীরা। নিরাপত্তারক্ষীদের নেই ঝুঁকিভাতা। নেই ভালো আবাসন ব্যবস্থা।  শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, লাউয়াছড়া, কালাছড়া ও চাউতলী এ তিন বন বিট নিয়ে শ্রীমঙ্গল রেঞ্জ। এর মধ্যে লাউয়াছড়ায় এক হাজার ২৫০, কালাছড়ায় এক হাজার ৫২ ও চাউতলীতে ৪৩৩ হেক্টর সংরক্ষিত বনভূমি রয়েছে। লাউয়াছড়ায় বনরক্ষায় রয়েছেন তিনজন কর্মী। লাউয়াছড়া বিটে রয়েছেন জানকীছড়া ও বাগমারা নামে আলাদা দুটি ক্যাম্প। বাগমারা ক্যাম্পের দায়িত্বে দুজন আর জানকীছড়া ক্যাম্পে রয়েছেন দুজন। এ ছাড়া কালাছড়ায় চার এবং চাউতলীতে রয়েছেন তিনজন বনকর্মী। আর রেঞ্জ কার্যালয়ে আছেন একজন রেঞ্জ কর্মকর্তাসহ তিনজন। ১৮ জন প্রহরীর নামে বরাদ্দ ১৭টি আগ্নেয়াস্ত্রের মধ্য সচল মাত্র সাতটি। ১০টি অস্ত্রই অচল। অধিকাংশ বনকর্মীর এ অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেই। বনের এক প্রান্তে কোনো ঘটনা ঘটলে বিট অফিস থেকে বনকর্মী ওই স্থানে যেতে যেতেই কাজ শেষ করে ফেলে দুষ্কৃতকারীরা। এ তিন বন বিটে প্রবেশের জন্য অনুমোদিত রাস্তা রয়েছে আটটি। চোরাই রাস্তা রয়েছে শতাধিক। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বনকর্মীদের এ বনাঞ্চল পাহারা দিতে হচ্ছে। বর্ষা মৌসুমে তাদের কষ্টের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। বনদস্যুদের মোকাবিলা করতে গিয়ে অনেক সময় পিছু হটতে হয় প্রহরীদের। ঘটে বনকর্মীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও। বহুবার দস্যুদের হামলায় আহত হয়েছেন বনকর্মীরা।

সর্বশেষ খবর