শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কচুরিপানায় সৌন্দর্য হারাচ্ছে ভৈরব নদ

মেহেরপুর প্রতিনিধি

কচুরিপানায় সৌন্দর্য হারাচ্ছে ভৈরব নদ

কচুরিপানা আর ময়লা-আবর্জনায় সৌন্দর্য হারাতে বসেছে মেহেরপুরের ভৈরব নদ। জেলার পাশ দিয়ে বয়েচলা স্রোতহীন ভৈরবের ৮০ শতাংশই এখন কচুরিপানার দখলে। মৃতপ্রায় ভৈরব নদের মেহেরপুরের কাথুলি থেকে মুজিবনগরের রশিকপুর স্লুইচ গেট পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার পুনঃখনন কাজ ২০১৫ সালে শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ব্যয় ধরা হয় ৭৫ কোটি টাকা। খনন শেষ হয় ২০১৭ সালের শেষ দিকে। তখন ভৈরব ফিরে পায় তার যৌবন। খনন করা অংশে দুই পারের মানুষকে গোসল করতে ও মাছ ধরতে দেখা গেছে। যথাযথ দেখভালের অভাবে বছরে কচুরিপানা ও দুই পাশের মাটির ধসে আবার সৌন্দর্য হারিয়ে ফেলেছে ভৈরব নদ। যে উদ্দেশ্য নিয়ে নদ পুনঃখনন করা হয়েছিল তার কোনোটিরই বাস্তবায়ন হচ্ছে না। পুনঃখননের মেহেরপুরের অংশের ২৯ কিলোমিটারের মধ্যে প্রায় ২২ কিলোমিটারই কচুরিপানায় আচ্ছাদিত। পাউবো মেহেরপুর শাখার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, আরও প্রায় ৫৬ কিলোমিটার ভৈরব খনন করা হবে। যা চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর সঙ্গে মিশবে। সেই সঙ্গে দুটি স্লুইসগেট করা হবে। যাতে বর্ষায় পানি বাড়লে অন্য মৌসুমের জন্য পানি ধরে রাখা যায়। তিনি বলেন, যেহেতু ভৈরব নদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাই নো ম্যান্স ল্যান্ডের কাছে নদ একেবারেই মৃত। সেজন্য পানি প্রবাহ কম হয়।

সর্বশেষ খবর