শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিতে আমন চাষিদের চারা রোপণের ধুম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বৃষ্টিতে আমন চাষিদের চারা রোপণের ধুম

গত কয়েকদিনের বৃষ্টিতে আমন চাষিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খেতে আমন চাষিদের চারা রোপণের ধুম পড়েছে।  কৃষকরা জানান, বৃষ্টিনির্ভর আমন ধান রোপণ করার পরে পানি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। অনেকে সেচের মাধ্যমে ধানের চারা লাগাতে শুরু করেছিলেন। কয়েকদিন থেকে কাক্সিক্ষত বৃষ্টি হওয়া তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। বৃষ্টি না হলে সেচ দিতে পানি বাবদ বাড়তি খরচ পড়তে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যেত। বৃষ্টি হওয়ায় রংপুরের চাষিরা চারা রোপণের বাড়তি খরচ থেকে কিছুটা রেহাই পেল। রংপুরের কাউনিয়ার আফজাল, মঞ্জু, পীরগাছার বুলবুল, মাহাবুব, সদরের আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন আমন চাষি বলেন রংপুর অঞ্চলের কয়েক কয়েক লাখ আমন চাষি পানির অভাবে দিশাহারা হয়ে পড়েছিল। বৃষ্টির দেখা পেয়ে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে  রংপুর অঞ্চলের ৫ জেলায় প্রায় ৬ লাখ ১৫ হাজার ৬৮৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, বৃষ্টি হওয়ায় আমন চাষিদের কিছুটা সাশ্রয় হয়েছে।

সর্বশেষ খবর