শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেখ কামালের বহুমুখী প্রতিভায় সবাইকে আলোকিত হতে হবে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তারুণ্যের অহংকার। ছিলেন বহু প্রতিভার অধিকারী একজন সৃষ্টিশীল মানুষ। তার সৃজনশীল প্রতিভা আজকের বাংলাদেশের লক্ষ-কোটি তরুণের জন্য প্রেরণা। তার বহুমুখী প্রতিভায় সবাইকে আলোকিত হতে হবে। শেখ কামাল ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে নিয়ে দেশমাতৃকার মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং সংগঠক হিসেবে ছাত্রদের কাছে প্রিয়পাত্র ছিলেন শেখ কামাল। বাংলার ছাত্রসমাজ সেদিন শেখ কামালের মধ্যে খুঁজে পেত বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান ও গাছের চারা বিতরণ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শেখ কামাল, যিনি স্বপ্ন দেখতেন-ফুটবল, হকি কিংবা ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক পরাশক্তি হিসেবে আবির্ভূত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্যে রচনা করেছেন প্রায়োগিক নীতিমালা আর আমূল পরিবর্তন এনেছিলেন সব ক্ষেত্রেই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সূর্যসন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। শেখ কামালের স্বপ্ন আর স্বপ্ন নয় বাস্তবে রূপ নিয়েছে। দেশের ক্রীড়াঙ্গন আজ আন্তর্জাতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক দুজন প্রশিক্ষিত যুবককে ১ লাখ ২০ হাজার টাকার চেক এবং ২০০ ফলদ গাছের চারা বিতরণ করেন তিনি। এরপর দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ।

সর্বশেষ খবর