শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

সেই বেইলি সেতু সংস্কার শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সেই বেইলি সেতু সংস্কার শুরু

‘জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে যান চলাচল’ শিরোনামে ৩০ জুলাই বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর গতকাল সেতুটির সংস্কার শুরু হয়েছে। কাজে দায়িত্বরত কর্মীরা জানান, সংস্কার শেষে আবার আগের মতো বড়-ছোট সব ধরনের যানবাহন এ সেতু দিয়ে চলাচল করতে পারবে। অটোরিকশাচালক করিম মিয়া জানান, পৌর শহর ও জংশন থাকায় উপজেলার সান্তাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই সেতু দিয়ে বড় যান চলাচল বন্ধ ছিল। ছোট যানবাহনের চালকরা জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করত। সংস্কার শুরু হওয়ার খবর শুনে খুশিতে সান্তাহার অটোস্ট্যান্ডে উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়েছি। সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, সেতুটি নির্মাণের পর বিলপাড়ের কদমা, করজবাড়ি, রামপুরা ও ময়ূর কাশিমালাসহ ৮-১০ গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র বদলে যায়। এখানে বেইলি সেতুর পরিবর্তে দ্রুত ঢালাই ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর সেতুর পরিস্থিতির বিষয়ে জেনে সংস্কার কাজ শুরু করি। শুধু তাই নয়, এখানে ঢালাই সেতু নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর