শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি

বরগুনা প্রতিনিধি

ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি

বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পদবঞ্চিত গ্রুপ গতকাল শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কলেজে একই সময় একই স্থানে দোয়া অনুষ্ঠান আয়োজন করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। ওই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মিছিল, সভা, সমাবেশ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত আদেশে বলা হয়, বরগুনা সরকারি কলেজে গতকাল ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পদবঞ্চিত গ্রুপ একই সময় একই স্থানে পাল্টাপাল্টি দোয়া অনুষ্ঠান আয়োজন করে। দুই পক্ষের নেতা-কর্মীর মুখোমুখি অবস্থান, বিশৃঙ্খলা, মারামারিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারি কলেজসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, যতক্ষণ পরিস্থিতি সন্তোষজনক মনে না হবে ততক্ষণ ১৪৪ ধারা জারি থাকবে। বরগুনা থানার ওসি আলি আহমেদ বলেন, কলেজ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর