শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি

চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগস্ট ও সেপ্টেম্বর এ দুই মাসে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। এরপর অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্যদিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এজন্য বিদেশ থেকে কয়লা আমদানি শুরু করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ইন্দোনেশিয়ার তানজুম ক্যাম্ফা বন্দর থেকে ৫৪ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লার প্রথম চালান নিয়ে বাংলাদেশি পতাকাবাহী আকিজ হেরিটেজ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। সেখানে খালাস হওয়া ১৮ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আসা ছোট তিনটি লাইটারেজে জাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকভাবে খালাস করা হয়েছে। এখন থেকে নিয়মিত বিদেশ থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা আমদানি করা হবে বলে জানিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর