রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চাহিদার চেয়ে বেশি সার থাকার পরও কারসাজি

আবদুর রহমান টুলু, বগুড়া

চাহিদার চেয়ে বেশি সার থাকার পরও কারসাজি

বগুড়ায় পুরোদমে শুরু হয়েছে আমন আবাদ। এ সময় ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। অভিযোগ আছে, জেলায় চাহিদার চেয়ে বেশি সার থাকার পরও দাম নিয়ে কারসাজি করা হচ্ছে। স্থানীয় ডিলার ও ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট ও দাম বাড়ার অজুহাত দেখিয়ে আগে বরাদ্দ পাওয়া ৮০০ টাকার ইউরিয়ার বস্তা বিক্রি করছেন ১১০০ টাকায়। এতে ফসল উৎপাদন খরচ বেড়ে যাবে। বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দামেই সারের সরবরাহের দাবি জানিয়েছেন চাষিরা।  জানা যায়, ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য কেজিপ্রতি ১৪ থেকে ২০ এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আমনের ভরা মৌসুমে হঠাৎ সারের দাম বাড়ায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। সূত্র জানায়, জেলায় চলতি আগস্ট মাসে ৯ হাজার ৩৫৫ টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ১০ হাজার ২০৮ টন। তাছাড়া সরকারিভাবে এখনো বর্ধিতমূল্যে সার বিতরণ শুরু হয়নি। শেরপুর উপজেলার সাধুবাড়ী গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, মৌসুমের শুরুতেই সার নিয়ে কারসাজি শুরু হয়েছে। ডিলার ও ব্যবসায়ীদের দোকানে গেলে বলেন সার নেই। কিন্তু বাড়তি টাকা দিলেই মিলছে সার।  শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আগের বরাদ্দের সার বাড়তি দামে বিক্রির সুযোগ নেই। কোনো ডিলার-ব্যবসায়ী এ ধরনের কাজ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর