রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দেশের মানুষ শান্তিতে আছে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর পিছিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে। মানুষ শান্তিতে আছে। শেখ হাসিনা উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন। মহিলাবিষয়ক অধিদফতর দিনাজপুর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর মধ্যে ২০২১-২২ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায়  স্বাস্থ্যসেবা জোরদারকরণে হেলথ ক্যাম্প উদ্বোধনকালে গতকাল তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আর মুঈদ প্রমুখ।

সর্বশেষ খবর