রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বুড়িমারী বন্দর ব্যবহারে অনীহা ব্যবসায়ীদের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে (কাস্টমস) রাজস্ব আয় কমতে শুরু করেছে। এতে ভাটা পড়েছে ব্যবসা-বাণিজ্যে। কোনো সিঅ্যান্ডএফ ব্যবসায়ী বুড়িমারী বন্দর দিয়ে ভারত থেকে মালামাল আমদানি করছেন না। হাতেগোনা কিছু ব্যবসায়ীকে গম, ভুট্টা, পাথর আমদানি করতে দেখা গেছে। জানা যায়, টাকার বিপরীতে দফায় দফায় ডলারের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়ছেন। ডলারের মূল্য স্থিতিশীল না হওয়ায় ভারত থেকে পণ্য আমদানি করতে সাহস পাচ্ছেন না বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারীরা। বর্তমানে গম, ভুট্টা, পাথর আমদানি করলেই লোকসানের মুখে পড়ছেন তারা। ফলে অনেকেই পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৩৭ কোটি ৮৩ লাখ টাকা। আয় হয়েছে ৯১ কোটি ৯২ লাখ ২১ হাজার। লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকা কম আয় হয়েছে। শুল্ক স্টেশন কাস্টমস্ সহকারী কমিশনার জে এম আলী আহসান বলেন, দফায় দফায় ডলারের দাম বৃদ্ধিতে বুড়িমারী বন্দরের ব্যবসায়ীরা পণ্য আমদানি করছেন না।

সর্বশেষ খবর