রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খানাখন্দে ভরা পৌর শহরের সড়ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

খানাখন্দে ভরা পৌর শহরের সড়ক

ঠাকুরগাঁও পৌরসভার অধিকাংশ রাস্তার ঢালাই উঠে খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই ডুবে থাকে সড়কগুলো। পৌর শহরের ১২টি ওয়ার্ডে ৮৫ কিলোমিটার রাস্তা পাকা করা হলেও এর প্রায় ৮০ শতাংশই বেহাল। দীর্ঘদিনেও রাস্তাগুলো সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীসহ স্থানীয়রা।

সূত্র মতে, ঠাকুরগাঁও পৌরসভার আওতায় রয়েছে ১৩৫ কিলোমিটার রাস্তা। এর মধ্যে পাকা করা হয়েছে ৮৫ কিলোমিটার। গত বৃহ¯পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, শহরের চৌরাস্তা থেকে কালীবাড়ী হয়ে সত্যপীর ব্রিজ, সেনুয়া, গোয়ালপাড়া, জেলা প্রশাসকের বাস ভবনের সড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক, হাজীপাড়া, আশ্রমপাড়া, শাহাপাড়া, ঘোষপাড়া, নিশ্চিন্তপুরসহ আরও কয়েকটি মহল্লার প্রধান প্রধান সড়ক একবারেই বেহাল। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা ডুবে থাকে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাগুলোর পিচ উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়েছে। এসব রাস্তায় চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন অনেকে। ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, এরই মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা এলজিএসপি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পে থাকছে রাস্তা, ড্রেন, লাইটিং ব্যবস্থা ও ফুটপাত তৈরি। এই প্রকল্পে প্রধান প্রধান সড়ক সংস্কার করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর