রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বন্ধ সব সিনেমা হল চালুর দাবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সব বন্ধ সিনেমা হল আবার চালুর দাবি জানিয়েছে জেলার সিনেমাপ্রেমীরা। তারা বলছেন, দেশে এখন ভালো সিনেমা নির্মিত হলেও হল না থাকায় বঞ্চিত হচ্ছেন তারা। তরুণ সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। বিদেশি সংস্কৃতির আগ্রাসনে সাংস্কৃতিক সংকটও তৈরি হচ্ছে। প্রতিবছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে সীমান্তঘেঁষা এ জেলা। হলের অভাবে পর্যটকরাও সিনেমা উপভোগ করতে পারেন না। স্থানীয়দের দাবি হলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা নেবে সরকার। নাট্যকর্মী মোস্তাক আহমেদ জানান, দেশে এখন ভালো মানের সিনেমা নির্মাণের হাওয়া বইছে। আমাদেরও ইচ্ছা করে পরিবার-পরিজন নিয়ে একটা সন্ধ্যা অথবা বিকাল হলে কাটিয়ে আসি। কিন্তু আমরা বঞ্চিত। হল মালিকরা বলছেন, ভালো সিনেমার আশায় দিন গুনছেন তারা। সরকারি সহযোগিতা পেলে আবার হল চালু করবেন। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান বলেন, সিনেমা হলগুলো চালু করতে হলে মালিকদের সহযোগিতা দিতে হবে। তবেই আবার অতীতের স্মৃতিময় দিন ফিরে আসবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

সর্বশেষ খবর