রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাত বীর মুক্তিযোদ্ধার স্বপ্ন ৭ কিমি পাকা সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি

সাত বীর মুক্তিযোদ্ধার স্বপ্ন ৭ কিমি পাকা সড়ক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার একটি কাঁচা রাস্তা -বাংলাদেশ প্রতিদিন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়নকান্দি গ্রামে ছিলেন ৯ মুক্তিযোদ্ধা। এদের মধ্যে প্রয়াত হয়েছেন দুজন। আরও দুজন শয্যাশায়ী। বাকি পাঁচজনও বয়সের ভারে ন্যুব্জ। তাদের সবারই দাবি ছিল চারিয়াকান্দা উচ্চবিদ্যালয় থেকে নয়নকান্দি হয়ে তাড়াইকান্দি মাদরাসা পর্যন্ত একটি গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণের। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও রাস্তাটি পাকাকরণ হয়নি। জানা যায়, ২০১৬ সালে সড়কটি পাকাকরণের কাজ শুরু করে এলজিইডি। মাত্র ১ কিলোমিটার সড়ক ইট দিয়ে সলিং করার পর কাজ বন্ধ হয়ে যায়। এলজিইডি সূত্র বলছে, ওই সড়কে ১ কিলোমিটার সড়ক সলিং করা হয়েছে। আর বাকিটার বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। একনেকের বৈঠকে পাস হলেই নতুন করে কাজ শুরু হবে। নয়নকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস জানান, ‘আমরা যে সড়ক দিয়ে সবসময় চলাচল করি এটি খুবই অবহেলিত। স্বাধীনতার ৫০ বছরেও সড়কটি পাকাকরণ করা হয়নি। আমাদের বয়স এখন শেষ। শেষ বয়সে আশা করেছিলাম পাকা সড়ক দিয়ে যাতায়াত করব কিন্তু সেই আশা পূরণ হবে কিনা জানি না।’ মুক্তিযোদ্ধা আবদুল কাদির বলেন, ‘নয়নকান্দি এমন একটি গ্রাম যেখানে নয়জন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন, আর দুজন অসুস্থ হয়ে বিছানায় শায়িত। আর আমরা পাঁচজন মুক্তিযোদ্ধা রয়েছি। আমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে।’ সাম্প্রতিক সময়ে নয়নকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, আবদুল হামিদ, কামাল উদ্দিন, আবদুল আজিজ ও আবদুল কাদির সড়কটি পাকাকরণের দাবি নিয়ে স্থানীয় এমপি জুয়েল অড়েং এর সঙ্গে সাক্ষাৎও করেন। জুয়েল অড়েং এমপি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সড়কটির পাকাকরণ নিয়ে কথা হয়েছে।’

সর্বশেষ খবর