সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারত থেকে আমদানি পণ্যের মধ্যে মিলল ফেনসিডিল

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে আমদানিকৃত পণ্যের মধ্যে মিলল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ওষুধ। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগস্ট মাইক্রোসেল পিটি নামে একটি পণ্য আমদানি  করেন। পণ্য চালানটির রপ্তানি প্রতিষ্ঠানের নাম এসএস ব্লুকেম ইন্ডাস্ট্রি  রাজস্থান ভারত। ভারতীয় ট্রাকে গতকাল সকালে বেনাপোল বন্দরে প্রবেশের পর বিশেষ গোপন খবরে কাস্টমস ট্রাকটি বন্দর থেকে কাস্টম হাউজে এনে বিভিন্ন সংস্থার সামনে ত্রিপাল খুলে ৬০০ বোতল ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ওষুধ খুঁজে পায়। সুঁজুতি এন্টারপ্রাইজ নামক একটি সিঅ্যান্ডএফ এজেন্ট পণ্য চালানটি খালাশের আগেই কাস্টমের জালে ধরা পড়ে গেল চোরাই পণ্যভর্তি ট্রাকটি। বেনাপোল  কাস্টমসের যুগ্ম কমিশনার  আবদুুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি পণ্যবাহী ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে।

 

সর্বশেষ খবর