সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বসুন্ধরা ও বীর সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

বসুন্ধরা ও বীর সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট ও বীর সিমেন্টের হালখাতা গতকাল নাটোরে অনুষ্ঠিত হয়েছে। শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে বসুন্ধরা সিমেন্ট ও বীর সিমেন্ট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার সেরা বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বসুন্ধরা সিমেন্টের স্থানীয় পরিবেশক সঞ্জয় ট্রেডিংয়ের স্বত্বাধিকারী গোবিন্দ চন্দ্র সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন। উপস্থিত ছিলেন- বসুন্ধরা সিমেন্টের ডিজিএম সেলস (ওয়েস্ট জোন) পলাশ আক্তার, বীর সিমেন্টের এজিএম সেলস (ওয়েস্ট জোন) আশিক মাহমুদ, বীর সিমেন্টের (করপোরেট সেলস) ওয়েস্ট জোন ইনচার্জ ও. আর. সিদ্দিকী, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলার বসুন্ধরা সিমেন্টের ২ শতাধিক রিটেইলার এবং বিক্রেতা ও ক্রেতারা উপস্থিত ছিলেন। হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্ট বিক্রেতাদের মধ্যে তিনজন সেরা বিক্রেতাকে পুরস্কার  দেওয়া হয়। এ ছাড়া আরও ১৫ জন ভালো বিক্রেতাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বসুন্ধরা সিমেন্টের যেসব বিক্রেতা রয়েছেন, তারাই মূলত বসুন্ধরা সিমেন্ট কোম্পানির প্রাণ। এ সিমেন্টের বিক্রেতাদের যাবতীয় সুবিধা-অসুবিধা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সিমেন্টের জগতে বসুন্ধরা সিমেন্ট গুণে ও মানে সেরা। নতুন প্রযুক্তি ও উন্নত কাঁচামালে তৈরি এই সিমেন্ট দিয়ে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। গুণগত মান ভালো থাকায় এই সিমেন্টের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ছে। পাশাপাশি স্বপ্নের বাসস্থান গড়তে বসুন্ধরা ও বীর সিমেন্ট ব্যবহার করছে। দেশে বসুন্ধরা সিমেন্টের চাহিদা বেড়েছে।

 

সর্বশেষ খবর