সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গ্যাসে চললেও ভাড়া দ্বিগুণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি

নেত্রকোনা প্রতিনিধি

দেশব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সড়কে নৈরাজ্য সৃষ্টি করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। গ্যাসে চললেও বাসের ভাড়া বাড়ার আগেই তাদের ভাড়া দিগুণ বাড়িয়ে দিয়েছে বলে যাত্রীদের অভিযোগ। গত শনিবার থেকে গতকাল পর্যন্ত বেপরোয়া সিএনজিচালকরা।

বিভিন্ন স্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন সড়কে যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া বেশি আদায় করছে। আগামী মাসে জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির নির্বাচন উপলক্ষে গত ১৩ জুলাই কমিটি বাতিল করে দেওয়ায় অপ্রতিরোধ্য সিএনজিচালকরা। গ্যাসের দাম না বাড়লেও সুযোগ নিচ্ছে তারা। এক শ্রমিক নেতা জানান, আগামী মাসে ভোট, তাই সিএনজিচালকরা এ সুযোগ নিয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সিএনজিচালকরা যদি কোন রকম নৈরাজ্য সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর