বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জাল সনদ তৈরি হয় শিক্ষকের কম্পিউটারের দোকানে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে জাল ভোটার আইডি কার্ড ও পিইসির সার্টিফিকেটসহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরির অভিযোগে ‘মা ফটোস্ট্যাট কম্পিউটার অ্যান্ড পেপার হাউসের’ মালিক গোলাম মোস্তফা কামালসহ ওই দোকানের কর্মচারী আবদুল ওহাবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে হাকিমপুরের হিলি বাজারে মা ফটোস্ট্যাট কম্পিউটার পেপার হাউসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম। দণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা কামাল হাকিমপুর উপজেলার হিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হাকিমপুরের হিলি বাজারের মা পেপার হাউসটি দীর্ঘদিন যাবৎ জাল ভোটার আইডি কার্ড ও পিইসি সার্টিফিকেটসহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরি করে আসছে।

সর্বশেষ খবর