বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন চালু হচ্ছে ডিসেম্বরে : মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ফোর লেনের এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এর মধ্যে ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন চালু হতে যাচ্ছে। জ্বালানি তেলের মূল্য বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা চলছে। গতকাল রেলমন্ত্রী টঙ্গী-জয়দেবপুর রুটে চলমান ডাবল রেললাইনের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন। এসে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পরে ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত ৩০ কিলোমিটার পথ ডাবল লেনের স্থলে ফোর লেনে উন্নীতকরণ এবং টঙ্গী থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ সিঙ্গেল লেনের স্থলে ডাবল লেনে উন্নীতের কার্যক্রম শুরু হয়। প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্পের কাজ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লেনটি চালু হতে যাচ্ছে। বর্তমানে টঙ্গী থেকে বনানী পর্যন্ত ফোর লেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বনানীর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে পরবর্তী অংশের কাজ শুরু করতে পারব। এ প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর