শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চালের দামে নাভিশ্বাস

হিলি প্রতিনিধি

দেশে চাল সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ডলারের মূল্যবৃদ্ধি ও ভারতীয় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সীমিত পরিমাণে চাল আমদানি হচ্ছে। এ সুযোগে দেশীয় মিলাররা বাড়িয়ে দিয়েছে দাম। ফলে সপ্তাহের ব্যবধানে হিলিতে প্রকার ভেদে চালের দাম বেড়েছে কেজিতে ৫-৭ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ধানের দাম বাড়ায় চালের দাম বাড়ছে এমন দাবি মিলারদের। হিলি বাজারের বিভিন্ন চালের দোকান ঘুরে দেখা যায়, সব দোকানেই পর্যাপ্ত চাল মজুদ থাকলেও দাম বেশি। যে মিনিকেট চাল এক সপ্তাহ আগে ৫৫-৫৬ টাকা কেজি বিক্রি হয়েছে তা এখন বেড়ে হয়েছে ৬২ থেকে ৬৪ টাকা। আঠাশ জাতের চাল ছিল ৫০ ৫২ টাকা কেজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর