শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগরে মেট্রোপলিটন পুলিশ পৃথক অভিযানে এক নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। গতকাল বিকালে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংক মোড় সংলগ্ন ‘সড়ক নিবাস’ নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনের রাস্তা থেকে ১ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাসুদ রানা (২৩) ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। অন্য এক অভিযানে হারাগাছ উপজেলার পশ্চিম পোদ্দারপাড়া জলটারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮ পুরিয়া হেরোইন, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন হারুনুর রশিদের স্ত্রী দুলালী (৩৪) ও মৃত আনারুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম। শুক্রবার এক অভিযানে আরপিএমপি পরশুরাম থানা এলাকার নীলকণ্ঠ গ্রামের লালপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ মৃত আবেদ আলীর ছেলে রফিকুল ইসলামকে (৫০) গ্রেফতার করে। এদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা হয়েছে।

সর্বশেষ খবর