শিরোনাম
শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হাতি দিয়ে চাঁদাবাজি

ফেনী প্রতিনিধি

সোনাগাজী উপজেলার বিভিন্ন সড়কে হাতি নিয়ে ঘুরে ঘুরে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি। বিশালদেহী হাতি নিয়ে সড়কে নামায় ভয়ে চলাচল করতে পারছে না শিক্ষার্থী, পথচারীসহ কোনো যানবাহন। হাতির পিঠে বসে থাকেন মাহুত। মাহুতের নির্দেশেই এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে হাতিটি। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানির কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত সরাচ্ছে না। এমন চাঁদাবাজিতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। গতকাল দেখা যায়, সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সড়কের শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারসহ বিভিন্ন স্থানে টাকা তুলছেন মাহুত। ১০ টাকা থেকে শুরু করে ৪০-৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। শুধু দোকানেই সীমাবদ্ধ নয়, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের গতি রোধ করেও টাকা তুলতে দেখা যায় মাহুতকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর