শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গাজীপুরে আগুনে শ্রমিক কলোনির দেড় শতাধিক কক্ষ পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আগুনে শ্রমিক কলোনির দেড় শতাধিক কক্ষ পুড়ে ছাই

গাজীপুরে আগুন লেগে শ্রমিক কলোনির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সন্ধ্যায় বাসন থানার ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাশাররফ হোসেন বলেন, ভোগড়া দক্ষিণপাড়া এলাকার লেহাজ উদ্দিনের তিনটি টিনশেডের কলোনিতে ছোট ছোট অসংখ্য কক্ষ রয়েছে। গতকাল সন্ধ্যায় কলোনির উত্তর দিকের একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ও টঙ্গীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দেড় শতাধিক কক্ষ মালামালসহ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

সর্বশেষ খবর