শিরোনাম
শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’র অস্ত্র চালানোর ভিডিও ভাইরাল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ নামে বখে যাওয়া একদল কিশোরের অস্ত্র চালানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও গতকাল ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্ত পিস্তল ও গুলি নিয়ে গানের সঙ্গে নাচানাচি করছে। সীমান্ত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও  স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামের ছেলে। সীমান্তসহ গ্রুপের সাত সদস্য এখন জেলে আছেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান  জানান,  শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাব।

এর কয়েকদিন আগে একই গ্রুপের আরেকটি ভিডিওতে ভাইরাল হয়েছিল। এতে দেখা যায়, তারা কয়েকজন মিলে এক যুবককে নির্যাতন করছে। এ ঘটনায় গত ৬ আগস্ট রাতে মিজমিজি থেকে টেনশন গ্রুপের প্রধান সীমান্তসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেসুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ সপ্তাহেই চার্জশিট দেওয়া হবে।

 

সর্বশেষ খবর