মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বরের সাত মাসের দণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নে বাল্যবিবাহের প্রস্তুতিকালে বরকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালি গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৬)। রবিবার রাতে উপজেলার বড়টিয়া ইউনিয়নে এক স্কুল শিক্ষার্থীকে (১৩) বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে বরকে সাত মাসের দণ্ড দেন।

টের পেয়ে সে সময় বরের মা-বাবা, আত্মীয় স্বজন ও কাজী পালিয়ে যান। তবে বর শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। নির্বাহী কর্মকর্তা বলেন শহিদুল ইসলামের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বরপক্ষ বিকালে কনের বাড়িতে উপস্থিত হয়। এলাকাবাসীর কাছে বাল্যবিবাহের খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে। ভ্রাম্যমাণ আদালতের কাছে বর তার অপরাধ স্বীকার করে নেন। পরে রাত ৯ টার দিকে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত বরকে কারাগারে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর