বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপ শিক্ষার্থীদের দিল কোরআন শরিফ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপ শিক্ষার্থীদের দিল কোরআন শরিফ

বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় গতকাল বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক এমদাদুল হক মিলন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুুধ মিয়া, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, কালের কন্ঠের শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন, বসুন্ধরা ভূমি সহকারী কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের বিভিন্ন ক্রান্তিকালে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপ। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত করে আদর্শ জীবন গড়ে তুলবে বলে আমি আশা করি। ময়নাল হোসেন চৌধুরী বলেন- রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এবং মহামারি করোনাভাইরাসের কারণে আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। তখনো বসুন্ধরা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত কর্মহীন লোকদের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর