বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

উচ্চ আদালতের নির্দেশ মানছেন না স্কুল সভাপতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আবদুল মজিদকে ষড়যন্ত্র, মিথ্যা বানোয়াট অভিযোগসহ বেআইনিভাবে পদচ্যুত করার ঘটনাটি অবৈধ উল্লেখ করে পুনঃদায়িত্ব প্রদানের জন্য ম্যানেজিং কমিটির প্রতি উচ্চ আদালত নির্দেশ দিলেও সেই আদেশ আমলে নিচ্ছেন না স্কুল সভাপতি। নানা টালবাহানা করে ওই শিক্ষককে মামলাসহ নানাভাবে হয়রানি করছে সভাপতি ও স্কুলের বর্তমান প্রধান শিক্ষক দাবিদার রকিবুল ইসলাম। বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে স্থানীয়রা প্রধান শিক্ষক আবদুল মজিদকে যোগদানের সুরাহা করার জন্য স্থানীয় এমপি ও শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, ২০১৮ সালের ১১ জানুয়ারি প্রধান শিক্ষক আবদুল মজিদ কর্মরত থাকাবস্থায় নানা অভিযোগে পদচ্যুত করা হয়। এ নিয়ে প্রধান শিক্ষক আবদুল মজিদ উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। আদালত রিট শুনানিশেষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক বোর্ডের নিষ্পত্তি কমিটিতে তৎকালীন স্কুল কমিটির সভাপতি এহসানুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল তাদের বক্তব্যসহ কাগজপত্র দাখিল করেন। আবদুল মজিদও বক্তব্যসহ কাগজপত্র পেশ করেন। পরবর্তীতে নিষ্পত্তি কমিটি ২০২০ সালের ৩০ জুন আবদুল মজিদকে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের বৈধ প্রধান শিক্ষক হিসেবে বহালসহ দায়িত্ব পালনে কোনো বাধা নেই উল্লেখ করে তার বকেয়া বেতনাদি পরিশোধের জন্য ম্যানেজিং কমিটির প্রতি নির্দেশ দেন। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ নির্দেশনার পর স্কুলের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম নিজেকে প্রধান শিক্ষকের পদ বহাল রাখার জন্য ২০২০ সালের ২৫ আগস্ট বোর্ডের আদেশের বিরুদ্ধে রিট মামলা করলে হাই কোর্ট সাময়িকভাবে চার মাসের জন্য আবদুল মজিদকে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের আদেশটি স্থগিত করেন। পরবর্তীতে চলতি বছরের মে মাসে হাই কোর্ট ডিভিশন রকিবুল ইসলামের রুলনিশি আদেশ বাতিল এবং পূর্বের আদেশ বহালের আদেশ দেন। এরপর রকিবুল ইসলাম এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল রিভিউ আবেদন করেন। শুনানি শেষে সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেন। ফলে রাজশাহী বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ায় আবদুল মজিদ মোমেনা আলী বিজ্ঞান স্কুলের বৈধ প্রধান শিক্ষক হিসেবে গণ্য হয়। কিন্তু হাই কোর্টের আদেশের কপি ও রাজশাহী বোর্ডের সিদ্ধান্ত ও যোগদানের নির্দেশনা কপি ম্যানেজিং কমিটির কাছে দাখিল করে যোগদানের আবেদন করা হলেও অদ্যাবদি তাকে যোগদান করতে দিচ্ছেন না বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম উজ্জ্বল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল ইসলাম। স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম উজ্জ্বল জানান, ২০২০ সালের রাজশাহী বোর্ডের একটি নির্দেশনাসহ কোর্টের রায়ের কপি পেয়েছি। তবে হাই কোর্ট সভাপতি হিসেবে আমাকে কোনো নির্দেশনা প্রদান করেনি। যে কারণে আমার পক্ষে যোগদান করানো সম্ভব হচ্ছে না। যদি নতুনভাবে বোর্ড নির্দেশনা প্রদান করে তবে যোগদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর