শিরোনাম
বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ব্যবসায়ীদের দখলে মহাসড়কের যাত্রী ছাউনি

দিনাজপুর প্রতিনিধি

ব্যবসায়ীদের দখলে মহাসড়কের যাত্রী ছাউনি

দিনাজপুরের ত্রিমুখী মহাসড়কের ব্যস্ততম মোড় ‘দশমাইল’। দিনাজপুর-ঢাকা ও দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে জেলার কাহারোলে এ মোড়ের অবস্থান। যাত্রীদের সুবিধার জন্য এখানে একটি ছাউনি তৈরি করা হয়। ছাউনিটি এখন পুরোপুরি স্থানীয় ফল ব্যবসায়ীদের দখলে। মহাসড়কের যাতায়াতকারীদের বিশ্রামের জন্য প্রায় এক যুগ আগে যাত্রী ছাউনিটি নির্মাণ করে জেলা পরিষদ। এটি দীর্ঘদিন ধরে ফল ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় যাত্রী ছাউনিতে ফল ব্যবসায়ীরা তাদের মালামাল রেখেছেন। পঞ্চগড়গামী যাত্রী আকবর আলী তার পরিবার-পরিজন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাসের অপেক্ষায়। যাত্রী ছাউনিতে জায়গা না থাকায় বসতে পারছেন না তারা। আকবর আলীর মতো অনেক যাত্রীকে এভাবে দাঁড়িয়ে থাকতে হয় বাস ধরার জন্য। অথচ যাত্রী ছাউনিতে বসার জায়গা নেই যাত্রীদের। শিগগিরই অবৈধভাবে দখল করে রাখা যাত্রী ছাউনি থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ এবং যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রাজ্জাক, সিমুলসহ কয়েকজন যাত্রী।

সুন্দরপুর ইউপি চেয়ারম্যন আনোয়ার হোসেন মানিক বলেন, যাত্রী ছাউনিটি ফল ব্যবসায়ীদের দখলে রয়েছে শুনেছি। প্রশাসনের সহয়তায় ছাউনিটি দখলমুক্ত করা হবে।

সর্বশেষ খবর