বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

যুবদলের গাড়িবহরে ছাত্রলীগের হামলা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়ন যুবদলের সম্মেলনে যাওয়ার পথে জেলা যুবদলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে গতকাল। এতে একটি মাইক্রোবাস, দুটি মোটরসাইকেলে ভাঙচুর চালায় ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় যুবদলের আট নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন জেলা যুবদল নেতা-কর্মীরা।

 হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম (৪৫)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন যুবদলের সম্মেলনে যোগ দিতে লালমনিরহাট জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মাইক্রোবাস নিয়ে দহগ্রামের গুচ্ছগ্রাম এলাকায় গেলে সেখানে থাকা ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা গাড়িবহরে হামলা চালায়। এতে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইল ভাঙচুর করে নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গাড়িবহরে থাকা সদর উপজেলা যুবদলের সভাপতি হাসান আলী  বলেন, দহগ্রামে ইউনিয়ন যুবদলের সম্মেলনে অংশ নিতে আমরা সেখানে যাচ্ছিলাম। পথে গুচ্ছগ্রাম বাজারের পাশে  ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের আট নেতা-কর্মী আহত হন। আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সর্বশেষ খবর