বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নাসিক মেয়রের গাড়ি অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতা কর্মীরা গতকাল ছয় দফা দাবিতে নগর ভবন ঘেরাও করেন। একপর্যায়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীর গাড়ি অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় মেয়র নগর ভবনে প্রবেশ করেন। সন্ধ্যায় নাসিক প্রশাসন আলোচনার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা। নারায়ণগঞ্জ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল বলেন, ‘আমাদের দাবি প্রাসঙ্গিক ও যৌক্তিক। সিটি করপোরেশন কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিয়েছেন। আগামীকাল (আজ) মেয়রের সঙ্গে আলোচনায় বসব।’ দাবির মধ্যে রয়েছে- বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান। সব পরিচ্ছন্নতা কর্মীর চাকরি স্থায়ীকরণ। পরিচ্ছন্নতা কর্মীর ন্যূনতম হাজিরা ৬৫০ ও ট্রাকশ্রমিকদের ৭৫০ টাকা করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর